দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান স্থগিত

Published By Subrata Halder, 15 May 2025, 11:46 pm

বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার পঙ্কজ রিয়াজ হামিদুল্লাহ্-র পরিচয়পত্র পেশ অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল। বৃহস্পতিবার বিকেল চারটের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করার নির্ধারিত সূচি ছিল। কিন্তু বেলা বারোটা নাগাদ দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়। ঘটনার সত্যতা স্বীকার করেছে দু দেশের সরকার।
তবে রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হঠাৎ জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ায় এদিনের অনুষ্ঠান বাতিল হয়েছে। এটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে হবে। শুধু বাংলাদেশই নয়, আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে গেছে।