ফের আক্রান্ত হিন্দুরা, বাংলাদেশের ৪ মন্দিরে হামলা

ফের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা। সেদেশে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছ বলে অভিযোগ উঠেছে। তবে সেই সব অভিযোগ অস্বীকার করে আসছে বাংলাদেশ সরকার। এরই মাঝে চট্টগ্রামের মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে শুক্রবার। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, চট্টগ্রামর পাথরঘাটায় গতকাল দুপুরে ভাঙচুর করা হয় শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরে। এর আগে বৃহস্পতিবার রাতেও চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম ইসকন মন্দিরে হামলা চালানো হয়েছিল। তবে কোনও ক্ষেত্রেই কোনও হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  রিপোর্ট অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো নাগার চট্টগ্রাম শহরের পাথরঘাটার দিক দিয়ে যাচ্ছিল কট্টরপন্থীদের একটি মিছিল। সেই মিছিল শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের প্রধান ফটকের সামনে আসতেই উত্তেজনা ছড়ায়। মিছিলে থাকা কয়েকজন দুষ্কৃতী পাথর ছুড়তে শুরু করে মন্দির লক্ষ্য করে। এর জেরে মন্দিরের নীচতলায় শনি মন্দিরের সামনের কাচ ভাঙে। এরপর নাকি ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ এবং সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে আরও বেশি সংখ্যক পুলিশকর্মী এবং সেনাকর্মী মোতায়েন করা হয় সেখানে। যদিও পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও কোনও দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়। এদিকে এর আগে বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলায় ছনহারা এলাকায় বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম ইসকন মন্দিরে ভাঙচুর চালানো হয় বলে জানা গিয়েছে। প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, ঘটনার সময় সিসিটিভি ক্যামেরার লাইন নাকি কাটা ছিল। তাই হামকারীদের চিহ্নিত করা যায়নি। এদিকে এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘেও হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গতকাল লাঠি নিয়ে সেই মন্দিরে হামলা চালানো হয়। আসবাব ও ছবি ভাঙা হয়। এছাড়াও চট্টগ্রামের পাথরঘাটায় অবস্থিত জগৎবন্ধু আশ্রম মন্দিরেও হামলার ঘটনা ঘটে কাল।