বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে আগামী ৩১ মার্চের পরে,এমনটাই জানিয়েছেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য।২০২৪ সালের অগাস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ।বিভিন্ন জেলায়, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সদস্য, তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ব্যাপক হামলা শুরু হয়। আগুন জ্বালিয়ে দেওয়া হয় বাড়িতে বাড়িতে। হত্যাকান্ডের পাশাপাশি লাগাম ছাড়া হিংসা ছড়িয়ে পড়ে।সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশসহ নানান কর্মসূচি পালন শুরু করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।ওই জোটের মুখপাত্র হিসেবে লড়াইয়ে সামনের সারিতে আসেন চিন্ময় কৃষ্ণ দাস।
গতবছর ২৫ নভেম্বর বাংলাদেশেই রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয় চিন্ময়কৃষ্ণ দাসকে।২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়। তারপর বারবার বাধার সম্মুখীন হয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন প্রক্রিয়া। গত ৩ ডিসেম্বর শুনানি থাকলেও কট্টরপন্থী ইসলামি সংগঠনগুলির হুমকির জেরে কোনও আইনজীবী আদালতে হাজির হতে পারেননি বলে অভিযোগ।২ জানুয়ারি চট্টগ্রামের আদালতে তাঁর জামিনের আবেদন খারিজ হয়।পরে ৪ ফেব্রুয়ারি হাই কোর্ট চিন্ময়কৃষ্ণের জামিন বিষয়ে রুল জারি করে।
বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি ৩১ মার্চের পরে
