বঙ্গবার্তা ব্যুরো,
থাইল্যান্ডে হতে চলা বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বৈঠক আয়োজনের লক্ষ্যে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ শুরু করেছে ঢাকা।বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এবিষয়ে সংবাদসংস্থাকে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ‘বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে।
বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনই হল বিমসটেক।দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করা বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড নিয়েই হয় BIMSTEC শীর্ষ সম্মেলন।এপ্রিলের প্রথম সপ্তাহেই থাইল্যান্ডে হতে চলেছে বিমসটেক শীর্ষ সম্মেলন।থাইল্যান্ডের নেতৃত্বে এই ফোরাম ২০৩০ সালের মধ্যে ‘প্রো বিমস্টেক’ বা ‘সমৃদ্ধ, স্থিতিশীল এবং উন্মুক্ত’ অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
এই অবস্থায় সম্মেলনের আগে বিমস্টেকের প্রতিটি সদস্যদেশের মধ্যে সুসম্পর্ক না থাকলে উন্নয়নের পথে এগিয়ে চলা অসম্ভব বুঝেই সম্ভবত এগোতে চাইছে বাংলাদেশ।গত আগস্ট মাসে আওয়ামি লিগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তৈরি হলেও এই রাজনৈতিক পালাবদলে ধাক্কা খেয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব।ক্রমেই বেড়ে চলা সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে বারবার সরব হয়েছে ভারত। একসময়ের সুসম্পর্কে কিছুটা হলেও যেন পাঁচিল তুলে দিয়েছে ঢাকা।তবে বাস্তব পরিস্থিতি বুঝে দোষারোপের পালা ছেড়ে এবার ভারতের সঙ্গে সম্ভবত দূরত্ব ঘোচাতেই চাইছে ইউনুস সরকার।
থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক চাইল ঢাকা, দিল্লির সঙ্গে যোগাযোগ
