বাংলাদেশের এবার সংখ্যালঘু হিন্দুদের ধর্মান্তকরণের চেষ্টা চালানো হচ্ছে। বরিশালের বেকারগঞ্জ, বাবুগঞ্জ, হিজলা এলাকায় সংখ্যালঘুদের ভয় দেখানো হচ্ছে। কট্টরপন্থীদের হুমকির জেরে সেদেশের হিন্দু পুরুষরা দিনের বেলায় ঘরছাড়া থাকছেন। অনেকেরই সংসার চলছে না। তার ওপর বাড়ির মহিলাদের হুমকি দিচ্ছে সেদেশের মৌলবাদীরা। ধর্ম পরিবর্তন করতে বলা হচ্ছে তাঁদের। নচেৎ বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হবে বলে হুমকি দিচ্ছে। এমনই অভিযোগ এই এলাকার সংখ্যালঘু হিন্দুদের একাংশের। বরিশালের হিজলা এলাকার বাসিন্দা অসীম নামে এক ব্যক্তি বলেন, ‘খুব কষ্টে আমরা বেঁচে রয়েছি। মৃত্যুর ভয়ে দিনের বেলায় লুকিয়ে থাকতে হচ্ছে। কীভাবে বেঁচে রয়েছি একমাত্র আমরাই জানি। তার ওপর মৌলবাদীদের একটা অংশ ক্রমাগত আমাদের ধর্ম ত্যাগ করে মুসলিম হতে বলছে।’ অবিলম্বে ভারত এবং রাষ্ট্রপুঞ্জ হস্তক্ষেপ করুক বলেও দাবি করেছেন ওই ব্যক্তি। সম্প্রতি সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দু নিধন শুরু হয়েছে। যা অতীতকে মনে করিয়ে দিচ্ছে। এখন দেখার এই নরম যন্ত্রণা থেকে কবে মুক্তি পান সেদেশের সংখ্যালঘু হিন্দুরা।