মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে গ্ৰেফতার বাংলাদেশি মহিলা

Published By Subrata Halder, 24 May 2025, 07:33p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
মুর্শিদাবাদ জেলার খড়গ্ৰাম থানার পুলিশ গ্ৰেফতার করেছে বাংলাদেশী মহিলাকে। জানা গেছে, ধৃত এই মহিলার বাড়ি বাংলাদেশের মাদারিপুর জেলায় ধৃত মহিলার নাম সুমি আখতার।
২০২৪ সালে ওই মহিলা বাংলাদেশ থেকে রাজ্যে আসে। সেই থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খড়গ্ৰাম থানার নগর এলাকায় থাকতে শুরু করেন। ২০২৪ এ তার বিয়েও হয়েছে এখানে। বর্তমানে ধৃত মহিলার একটি 16 দিনের সন্তান রয়েছে যদিও পুলিশের কাছে ওই মহিলার ভিশার ডেট পেরিয়ে যাওয়ার খবর আসে আর সেই খবরের ভিত্তিতেই আজ‌ খড়গ্ৰাম থানার পুলিশ গ্ৰেফতার করে সুমি আখতার নামে ওই মহিলাকে।

16:37