বাংলাদেশে এবার ভোটের বালাই, বিএনপির ফাঁস ইউনুসের গলায়

Published By Subrata Halder On 31st March 2025 at 11:57pm

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার কতদিন চলবে? কবে হবে নির্বাচন? এই নিয়ে প্রশ্ন তুলেছে খালেদা জিয়ার দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল।বিএনপির দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হোক। না হলে জনগণের মধ্যে জোরালো অসন্তোষ এবং দেশে অস্থিরতা তৈরি হবে বলে সতর্ক করেছে বিএনপি।


মার্চের শেষেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের দুটি সম্ভাব্য সময় জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। তিনি জানিয়েছেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। তার কথায়, তাঁরা চান আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। এইজন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে।
তবে নানা কাজে দেরি না করে দ্রুত নির্বাচনের দাবি তুলেছে বিএনপি। তাঁদের দাবি আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে অস্থিরতা তৈরি হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের এমন কথার পরিপ্রেক্ষিতেই বিএনপির পক্ষ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিএনপি নেতা আব্দুল মঈন খান জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার চায় বিএনপি।