মুর্শিদাবাদের দৌলতাবাদ সমবায় সমিতির নির্বাচন ঘিরে রণক্ষেত্র

Published By Subrata Halder, 24 May 2025, 07:27 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
দৌলতবাদে সমবায় সমিতির নির্বাচন কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। দফায় দফায় পুলিশ এর সঙ্গে ধুন্ধুমার। রবিবার সকালে ভোটগ্রহণ কেন্দ্রে আশেপাশে জড়ো হতে থাকে তৃণমূল ও কংগ্রেসে, বাম জোট সমর্থক। কিছুক্ষণ পরেই তৃণমূল ও কংগ্রেস এর মধ্যে বচসা শুরু হয়। এর পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, দৌলতাবাদ থানার পুলিশ লাঠিচার্জ করে। নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্র তৃণমূল ও কংগ্রেস সিপিএম জোটের মহারাজপুর এসকেইউএস লিমিটেডের আজ ভোট ছিল মোট ছটি জোনে ভোট চলছিল,মোট ভোটার ১৫৬ জন।
অভিযোগ তৃণমূল কংগ্রেস ভোট দানে বাধা সৃষ্টি করে বিভিন্ন জায়গা থেকে আসা ভোটারদের ওপর আক্রমণ করা হয় তাদের মারধোর করা হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে সবকিছু দেখেও তারা প্রতিরোধ করেনি, কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে এখানে কংগ্রেস ও সিপিএমের জোট জেতার পর্যায়ে রয়েছে সেই কারণেই এই আক্রমণ। কংগ্রেসের দুজন ও তৃণমূলের তিনজন সমর্থককে আটক করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

13:21