বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
আইপিএলের সৌজন্যে বিপুল লক্ষ্মীলাভ বিসিসিআইয়ের, কত লাভ করল ভারতীয় বোর্ড?
বিপুল অঙ্কের মুনাফা অব্যাহত ভারতীয় দলের। অর্থবর্ষে মোট ৯৭৪১.৭০ কোটি টাকা আয় হয়েছে বিসিসিআইয়ের।
বিগত ২০২৩-২৪ অর্থ বর্ষে বিসিসিআই এর মোট মুনাফার পরিমাণ ৯৭৪২ কোটি টাকা যার সিংহভাগ এর উৎস আই পি এল। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে প্রাপ্ত আয় ৫৭৬১ কোটি টাকা যা মোট আয়ের ৫৯.১ শতাংশ
২০০৭ থেকে শুরু হয়েছে আইপিএল। যেখান থেকে বোর্ডের আয়ের সিংহভাগ আসে। জানা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবর্ষে আইপিএল থেকে ৫,৬৭১ কোটি টাকা আয় হয়েছে বোর্ডের।
আইপিএল শুরু হওয়ার পর থেকেই বিসিসিআইয়ের আয়ের অন্যতম প্রধান উৎস এই প্রতিযোগিতা। ২০২৩-২৪ অর্থবর্ষের হিসাবেও সেটাই উঠে এসেছে।
এক প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের আয়ের ৫৯.১০ শতাংশই এসেছে আইপিএল থেকে। ২০২৩-২৪ অর্থবর্ষে বিসিসিআইয়ের আয় হয়েছে ৯৭৪২ কোটি টাকা। আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার স্বত্ব এবং বিভিন্ন স্পনসরের থেকে বিসিসিআই আয় করে। ভারতের ম্যাচগুলি থেকে ২০২৩–২৪ অর্থবর্ষে বিসিসিআইয়ের আয় ৩৬১ কোটি টাকা।
আইসিসির কাছ থেকে এই অর্থবর্ষে ভারতীয় বোর্ড পেয়েছে ১০৪২ কোটি টাকা। যা বোর্ডের মোট আয়ের ১০.৭০ শতাংশ। তবে শুধু আইপিএল বা মহিলাদের প্রিমিয়ার লিগ নয়, ঘরোয়া ক্রিকেট লিগগুলোতেও বিনিয়োগ করেছে।
রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, সিকে নায়ডু ট্রফিতে বাণিজ্যিকীকরণ করেছে। একটি রিপোর্টে বোর্ডের হাতে প্রায় ৩০০০০ কোটি টাকা রয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০০ কোটি টাকা শুধু সুদ থেকেই আসে। তাছাড়া প্রতি বছর ১০-১২ শতাংশ হারে বোর্ডের আয় বাড়ছে।