বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
এশিয়া কাপ নিয়ে জটিলতা অব্যাহত। ২৪ জুলাই ঢাকায় মুখোমুখি হওয়ার কথা ছিল এশিয়া কাপে অংশগ্রহণকারী সবকটি দেশের বোর্ডের। কিন্তু একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বৈঠকে অংশ নিচ্ছে না বিসিসিআই। ইতিমধ্যেই নাকি জানিয়ে দেওয়া হয়েছে, যদি ঢাকায় এই বৈঠক হয়, তাহলে ভারতীয় বোর্ড যাবে না।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সে দেশে যেতে নারাজ ভারতীয় বোর্ডের কর্তারা। বিসিসিআই এসিসিকে জানিয়ে দিয়েছে, ঢাকায় বৈঠক হলে যোগ দেওয়া সম্ভব নয়। অন্য কোথাও (পাকিস্তান বাদে) বৈঠক হলে যোগ দেওয়ার কথা ভাবা যেতে পারে। কঠোর অবস্থান নিয়েই চলতে চাইছেন বিসিসিআই কর্তারা। এসিসি এখনও বৈঠকের জায়গা বদল নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
জানা যাচ্ছে শুধু ভারত নয়, শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের মতো দেশগুলির বোর্ডও এই বৈঠক ‘বয়কটে’র পথে। সকলের আপত্তি ঢাকা নিয়ে। যদিও অন্য দেশগুলির আপত্তিতেও নিজের সিদ্ধান্তে অনড় পিসিবি ও এসিসি’র প্রধান মহসিন নকভি।
এসিসি’র সংবিধান অনুযায়ী, যদি অন্য দেশগুলি অংশগ্রহণ না করে, তাহলে ঢাকার বৈঠকের সিদ্ধান্তের কোনও গুরুত্ব থাকবে না। যে কারণে নকভির দুশ্চিন্তা আরও বাড়তে পারে। ভারতের তরফ থেকে সবুজ সংকেত পাওয়ার আগেই সূচি প্রস্তুত করে রাখতে চাইছে এসিসি।
শেষবার ২০২৩ সালে একদিনের ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। ভারতীয় দল শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টম বারের জন্য শিরোপা নিজেদের নামে করে নিয়েছিল। আগামী বছরেই ভারত ও শ্রীলঙ্কাতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে এই বার এশিয়া কাপ হবে টি২০ ফর্ম্যাটে।