বেলেঘাটায় বিজেপি কর্মী খুনে সিবিআই জালে আরো এক

Belgharia BJP Worker Murder CBI Arrest 2025

Upload By K. Halder at 10th March 2025, 10:01 AM

বঙ্গবার্তা ব্যুরো,
২০২১ এর মে মাসে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বেলেঘরার বিজেপি কর্মী অভিজিৎ সরকার কে খুন করা হয়। অভিযোগ সেই খুনে শাসক দল তৃনমূল কংগ্রেসের কর্মী অমিত দাস ওরফে নান্টু সহ আরো অনেকে যুক্ত ছিল। যে মামলায় ইতিমধ্যে ১২ জন গ্রেফতার হয়েছে, তারা জেলে রয়েছে। তাদের মধ্যে অন্যতম প্রধান অভিযুক্ত অমিত। কেষ্টপুর থেকে তাকে গ্রেফতার করেছে সিবিআই। এই নিয়ে অভিজিৎ খুনের মামলায় ১৩ জন কে গ্রেফতার করল সিবিআই।অমিত কে ২১ শে এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এই খুনের মামলায় আরো ৮ জনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। সিবিআই ও তাদের সন্ধান দিলে
অভিযুক্ত পিছু ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছে।

09:02