এবার বেলঘরিয়ায় দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ দুজন, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

পীযূষ চক্রবর্তী,
দুষ্কৃতীরাজ কিছুতেই কমছে না রাজ্যে। এবার বেলঘরিয়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন দুজন। আহতদের মধ্যে একজন তৃণমূল কর্মীও রয়েছেন। আহত দুজনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, শনিবার রাতে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে ৪ নম্বর রেল গেটের কাছে দাঁড়িয়ে ছিলেন বিকাশ সিং নামে এক তৃণমূলকর্মী। তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তিন দুষ্কৃতী হেলমেট পরে বাইকে করে এসে গুলি চালায়। গুলিবিদ্ধ হন বিকাশ। সেই সময় ওই এলাকায় থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। সন্তু দাস নামে আহত ওই ব্যক্তিকে বিকাশের সঙ্গে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বিকাশকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিকাশের পেটে ও পিঠে গুলি লাগে, সন্তুর কোমরে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে হাওড়া, বসিরহাটে দুষ্কৃতি রাজ দেখা গিয়েছিল। তারপরেও যে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা একটুও মজবুত হয়নি তা এই ঘটনা প্রমাণ করে।
পুলিশ ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। উদ্ধার হয়েছে দুষ্কৃতীদের ব্যবহৃত বাইকটি। পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক শত্রুতার কারণেই বিকাশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা।

11:59