Published by Subrata Halder, 10 June 2025, 07:13 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
কেভিন ডি ব্রুইনার ৮৮ মিনিটের গোলেই বাঁচলো বেলজিয়াম। ২০২৬ এর বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে ৪-৩ ব্যবধানে জয় এনে দিল বেলজিয়ান মিডফিল্ডার।
অথচ একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা একতরফা হবে।
প্রথমার্ধে ২৭ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। সেখান থেকে দুর্দান্ত কামব্যাক করে ওয়েলস ফুটবলাররা। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। ডি ব্রুইনার শেষ মুহূর্তের গোলে বেলজিয়াম তিন পয়েন্ট নিশ্চিত হয়।
প্রথমার্ধে মাত্র আধ ঘণ্টার মধ্যেই তিন গোল করে খেলায় আধিপত্য বিস্তার করে বেলজিয়াম। ১৫ মিনিটে রোমেলু লুকাকুর পেনাল্টি থেকে করা গোল দিয়ে শুরু, এরপর ১৯ মিনিটে ইউরি টিলেমান্স ও ২৭ মিনিটে জেরেমি ডোকু গোল করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলরক্ষক মাতজ সেলসের ভুলে পেনাল্টি পায় ওয়েলস। হ্যারি উইলসন স্পট কিক থেকে গোল করলে কিছুটা সাহস ফিরে পায় তারা। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে উইলসনের নিখুঁত পাসে গোল করে ব্যবধান ৩-২ করেন সোরবা থমাস।
এরপর ৭০ মিনিটে আবার উইলসনের ক্রস থেকে হেডের সাহায্যে বল বাড়ান থমাস, যা থেকে গোল করেন ব্রেনান জনসন। ৩-৩ সমতায় ফিরে এসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ওয়েলস। কিন্তু শেষ হাসি হাসে বেলজিয়াম। ম্যাচের ৮৮ তম মিনিটে টিলেমান্সের ক্রস থেকে একেবারে ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করে বেলজিয়ামকে জয় এনে দেন ডি ব্রুইনা।
পুরো ম্যাচেই দু দলের খেলায় ছিল টানটান উত্তেজনা। দুটি পেনাল্টি, কয়েকটি দীর্ঘ ভিএআর পর্যালোচনা এবং আক্রমণ, সব মিলিয়ে ম্যাচ ছিল জমজমাট।
এই জয়ের ফলে গ্রুপ জে তে, বেলজিয়াম তাদের দুটি ম্যাচ শেষে চার পয়েন্ট তুলে তারা আছে তিন নম্বরে। ওয়েলস চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শীর্ষে উঠে এসেছে উত্তর মেসিডোনিয়া, যারা কাজাখস্তানের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়ে চার ম্যাচে সংগ্রহ করেছে ৮ পয়েন্ট। তবে বেলজিয়াম ও ওয়েলসের ম্যাচ এক কথায় রুদ্ধশ্বাস নাটকীয়তায় শেষ হয়।