ইংল্যান্ডে প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত বোলিং বাংলার বোলারের

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

তৃতীয় টেস্ট খেলা নিয়ে অনিশ্চিত আকাশদীপ প্রথম টেস্টে দলে ছিলেন না। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এর জন্য জসপ্রীত বুমরা না থাকায় দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে সুযোগ পান আকাশদীপ। প্রথম ইনিংসে সিরাজের পাশাপাশি নতুন বলে আকাশদীপও দুরন্ত বোলিং করেছেন। প্রসিদ্ধ কৃষ্ণ, নীতীশকুমার রেড্ডিরা যেটা করতে পারেননি, সেটাই করে বাংলার পেসার গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন।

হ্যারি ব্রুক ও জেমি স্মিথের ৩০৩ রানের জুটি ভাঙেন তিনি। ব্রুকের উইকেটের পর ফেরান ক্রিস ওকসকে। দ্বিতীয় দিনে বল করতে নেমেই এক ওভারে আউট করেছিলেন বেন ডাকেট ও অলি পোপকে। কিন্তু এমন বোলিংয়ের পরও তৃতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ হবে কিনা তা জানেন না আকাশদীপ।

লর্ডস টেস্ট প্রসঙ্গে প্রশ্ন করা হলে আকাশদীপ বলেন, পরের ম্যাচে আমি খেলব কিনা জানি না। দল সিদ্ধান্ত নেবে। এটা সম্পূর্ণ দলের ব্যাপার। আমার পক্ষে বলা সম্ভব নয়। তৃতীয় টেস্ট নিয়ে এখন কিছু ভাবছি না। এই ম্যাচটা শেষ হওয়ার পর ভাবা যাবে। ম্যাচের আগের দিন আমরা প্রথম একাদশ জানতে পারি। ফলে এখন থেকে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়, তখনই জানতে পারব।

মহম্মদ সিরাজ ও তার বোলিং জুটি প্রসঙ্গে আকাশদীপ বলেন, ঘরের মাঠে আমরা সব সময় একে অপরের সঙ্গে কথা বলি। বল করার সময়ও আলোচনা করি। কী করলে ভাল হবে। কোনটা কাজে আসছে না। আমি বল করার সময় সিরাজ পরামর্শ দেয়। আবার ও বল করার সময় আমিও প্রয়োজন হলে পরামর্শ দিই। আমাদের শুরু থেকেই লক্ষ্য ছিল ইংল্যান্ডকে চাপে রাখা। আর সেই লক্ষ্য সফল হয়েছে বলে খুশি আকাশদীপ।

13:53