সন্তোষ ট্রফিতে ড্র বাংলার

বঙ্গবার্তা নিউজ ডেস্ক

ছবি : আইএফএ

Published by -Jyotirmay Dutta: Posted January 28.01.2026 at 19:55pm

সন্তোষ ট্রফিতে ড্র বাংলার। আজ ধেমাজি এর শিলাপথার স্টেডিয়াম তারা তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে। খেলার অন্তিম মুহূর্তে সুজিত সাঁধু সমতায় ফেরান বাংলা কে। বাংলা গ্রুপের শেষ ম্যাচ খেলবে আগামী শুক্রবার অসমের বিরুদ্ধে।

এই মাঠে বাংলা প্রথম খেলছে। তামিলনাড়ু আগে দুটি ম্যাচ খেলেছে। তাই তারা একটু এগিয়ে ছিল। অবশ্য এটা অজুহাত নয়, প্রথমার্ধে তারা যথেষ্ট ভালো খেলেছে। চাপ স্বত্ত্বেও দ্বিতীয়ার্ধে খুব ভালো খেলেছে বাংলা। সমতায় ফিরছে। শেষ পনের মিনিটে হয়তো এগিয়েও যেতে পারতো। বাংলার খেলা নিয়ে কোচ সঞ্জয় সেন যা বললেন