Upload By K. Halder at 15th March 2025, 07:21 PM
বঙ্গবার্তা ব্যুরো,
পয়লা বৈশাখ আজকের দিনটি রাজ্যজুড়ে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস হিসেবে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদিকে রাজ্যজুড়ে পালিত হচ্ছে বাংলা দিবস। কলকাতায় গিরিশ পার্কের সামনে থেকে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এদিনটি উদযাপিত করতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উত্তর কলকাতা তৃনমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এদিন এই শোভাযাত্রা হয়।

উপস্থিত ছিলেন স্মিতা বকসী, অর্পিত ঘোষ, প্রিয়দর্শিনী হাকিম , মালা সাহা সহ একদিক মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গিরিশ পার্কের সামনে থেকে শুরু হয় বর্নাট্য শোভাযাত্রা। মিছিলে ঢাক ঢোল বাজিয়ে নৃত্য পরিবেশন ও সঙ্গীত চর্চা মাধ্যমে পরিক্রমা করে গিরিশ পার্কের তারক প্রামাণিক স্ট্রীট থেকে হয়ে মুক্তারাম বাবু স্ট্রীট হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত যায় শোভাযাত্রা। ঠাকুরবাড়িতে রবীন্দ্র নাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানান চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব। তার পরে ঠাকুরবাড়ির বাইরে একটি সভার আয়োজন করা হয়। সভায়, বিজেপির অভিযোগ খারিজ করে পাল্টা শান্তির বার্তা দেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। \
তার অভিযোগ যারা বাংলা কে দেখে জ্বলছে তারাই বাংলা কে জ্বালানোর চেষ্টা করছে। মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি পশ্চিমবঙ্গ শান্তি সম্প্রীতি বজায় আছে। কিন্তু সেই শান্তি সম্প্রীতি দেখতে পাচ্ছে না বিজেপি। এদিন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা বিভিন্ন জায়গায় পরিক্রমা করে।