বিদেশি পর্যটকে ভরছে বাংলা, কমছে বাংলাদেশী পর্যটক, দাবী পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের

Published by Subrata Halder, 19 June 2025, 07:33 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
চলতি বছরে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে বিদেশি পর্যটকের সংখ্যা ২৭ লক্ষ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দিয়েছেন রাজ্যের পর্যটন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, ইউরোপ এবং আমেরিকা থেকে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন এ রাজ্যে । তবে বাংলাদেশি পর্যটকের সংখ্যা তুলনায় কিছুটা কমেছে।
তিনি বলেন, এই বছরের প্রথম ছ’মাসেই বিদেশি পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,১১,৭০৮। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছেন ১ লক্ষ ৮০ হাজার পর্যটক। গত বছর রাজ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ৩২ লক্ষের কাছাকাছি। এর মধ্যে বাংলাদেশ থেকেই এসেছিলেন প্রায় ১ লক্ষ ৮২ হাজার মানুষ।
পর্যটক টানতে রাজ্যে ইকো ফ্রেন্ডলি পরিবেশ ও আন্তর্জাতিক মানের খাওয়া দাওয়ার বন্দোবস্ত তৈরি হয়েছে বলেও জানান মন্ত্রী। ‘রাশিয়া, আমেরিকা, ইতালি, ব্রিটেন এই সব দেশ থেকে উল্লেখযোগ্য পর্যটক এসেছেন।
পর্যটন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী। বলেন, ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গের রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কেটে গিয়েছে। ফলে, আগের তুলনায় অনেক বেশি পর্যটক আসছেন ওই এলাকায়। ২০২৪ সালের ২২ শে এপ্রিল নতুন একটি পর্যটন কেন্দ্র চালু হয়েছে। ওই কেন্দ্রে ৮৭ শতাংশ আসন সর্বক্ষণ পূর্ণ থাকে বলেই দাবি মন্ত্রীর। তিনি বলেন, স্থানীয় পর্যটন উদ্যোগ পতিদের ১০০ শতাংশ সহায়তা দিচ্ছে সরকার বলেও বিধানসভায় জানিয়েছেন ইন্দ্রনীল সেন। রাজ্যে পর্যটন গাইড তৈরির ক্ষেত্রেও সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১,০২২ জন সার্টিফায়েড ট্যুরিস্ট গাইড তৈরি হয়েছে। এটি দেশের মধ্যে সর্বোচ্চ। পর্যটন শিল্পে নতুন কর্মসংস্থানের পথ খুলছে বলেও দাবি করেন মন্ত্রী।

14:48