বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবার মেয়েদের ফুটবলে দিল্লিকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলা। সোনা তীরন্দাজীতে। ন্যাশানাল গেমসে বাংলা কুড়িটি পদক পেয়েছে। সাতটি সোনা,পাঁচটি রূপো, আটটি ব্রোঞ্জ। বৃহস্পতিবার তীরন্দাজীতে পুরুষদের রিকার্ভ বিভাগে সোনা জিতেছে জুয়েল সরকার। ভালো কিছু করার আত্মবিশ্বাস জুয়েলের মধ্যে। বললেন পদক নেওয়ার লক্ষ্য নিয়েই জাতীয় গেমসে এসেছিলেন। জুয়েল বারো ক্লাসের পরীক্ষা দেবেন। জাতীয় গেমসের পদক সরকারি নানান উপহারের হাতছানি। জুয়েল বলছেন তাঁর চোখে শুধুই দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন।
জাতীয় গেমসে তীরন্দাজিতে সোনা, ফুটবলে ব্রোঞ্জ বাংলার
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/Capture-2.jpg)