বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ

সকালে শীতের আমেজ হলেও বেলা বাড়লে হাওয়া বদল। বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা বাড়বে রবি এবং সোমবার দুদিন। মঙ্গলবার একই রকম আবহাওয়া।  বুধবার থেকে ফের ধীরে ধীরে নামবে পারদ। আগামী সপ্তাহের শেষে বেশ কিছুটা নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার ও সোমবার।  সোমবার বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। অন্যদিকে, দার্জিলিং-এ তুষারপাত। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা।  পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির  সম্ভাবনা পার্বত্য এলাকায়। শনিবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তেও হালকা বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে। সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। ভিনরাজ্যে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লীতে বৃষ্টি এবং কুয়াশার সম্ভাবনা। কুয়াশা থাকবে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখন্ডে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এবং রাজধানী দিল্লিতে ও কুয়াশার সম্ভাবনা। আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঘন কুয়াশার সতর্কতা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। শনিবার থেকে সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। সমতলে প্রভাব পড়বে রবিবার ৮ই ডিসেম্বর। হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টির সম্ভাবনা। তুষারপাতের সম্ভাবনা জম্বু কাশ্মীর লাদাখ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায়। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি তামিলনাডু পন্ডিচেরি কড়াই কালে।