Upload By K. Halder at 9th March 2025, 11:43 AM
বঙ্গবার্তা ব্যুরো,
আর মাত্র হাতে গোনা কয়েকদিন তারপরে বাংলা নতুন বছর। বাংলা নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের গ্রাম থেকে শহরে সমস্ত জায়গায় বাড়িতে নতুন ক্যালেন্ডার লাগিয়ে নতুন বছরের সূচনা করেন মূলত বাঙালিরা। আর এই তথ্য প্রযুক্তির যুগে ক্যালেন্ডারের চাহিদা অনেকটাই কমে গেছে, জানাচ্ছেন বড় বাজারের ব্যবসায়ীরা। তাদের মতে কাগজের দাম অস্বাভাবিক বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে চাপার খরচও ।
সেই কারণে মূলত পঞ্চাশ শতাংশ বা তার চেয়ে বেশি ক্যালেন্ডার বিক্রি কমে গেছে। এইভাবে চললে আগামী দিনে আর ক্যালেন্ডারের প্রচলন দেখতে পাওয়া যাবে না বাংলা ক্যালেন্ডার। তাই ব্যবসাদারদের দাবি অবিলম্বে সরকারকে দায়িত্ব নিতে হবে না হলে আগামী দিন বাঙালির বাড়িতে বাংলা ক্যালেন্ডার আর দেখতে পাওয়া যাবে না। বাংলা ক্যালেন্ডার এর মধ্যে মূলত ওয়াল ক্যালেন্ডার টেবিল ক্যালেন্ডার এই সমস্ত ক্যালেন্ডার গুলি বেশি ব্যবহার হয়, আর নবর্ষে হাল খাতার দিনে মিষ্টির প্যাকেটের সঙ্গে ক্যালেন্ডার পাওয়ার অতীত স্মৃতির নস্টালজিয়া কোন বাঙালির না মনে পড়ে। তবে পরিস্থিতি না বদলালে বাংলা ক্যালেন্ডার ও হারিয়ে যাবে চির তরে।