Upload By K. Halder at 25th April 2025, 01:30 PM
বঙ্গবার্তা ব্যুরো,
বয়স যে কোনও বাধা নয় তার জ্বলন্ত প্রমাণ রাজনীতিবিদ দিলীপ ঘোষ। ৬১ বছর বয়সে তিনি বৈবাহিক সম্পর্কে জড়ালেন। শুধু বিয়ে নয়, যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই বয়স বাধা হয় না। তার ভূরি ভূরি প্রমাণ আমাদের চারপাশে আছে। সে রকমই এক অসম বয়সের বন্ধুত্ব নিয়ে বাংলায় ছবি তৈরি হচ্ছে।
ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে বনি সেনগুপ্ত আর তৃষাণজিৎ চৌধুরীকে। দুই অসম বয়সের বন্ধুত্বের গল্প বলবে কেয়ার অব এ জার্নি। ছবির পরিচালক প্রতীক সরকার।
গল্প অনেকটা এরকম, আট বছরের পাটু। চরিত্রে অভিনয় করছেন তৃষাণজিৎ। মাকে হারিয়েছে অনেক ছোট বয়সে। বাবা তাকে ছেড়ে চলে গেছে। গ্রামের বাড়িতে ঠাকুমার কাছেই সে মানুষ হচ্ছিল। বাবা কেন তাকে ছেড়ে গেল সে জানে না। তাই মনে মনে বাবাকে খোঁজে।
একদিন সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাবাকে খুঁজতে। চলে আসে শহরে। সেখানেই দেখা হয় ‘বামার’ সঙ্গে। যে চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত।
তবে স্ক্রিপ্টে আরও বদল আসতে পারে। সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি শুটিং শুরু করতে চান পরিচালক।