বাঙালির নববর্ষ বিশ্ব শিল্প দিবস হিসেবেও পালিত

World Art Day, Poila Boishakh, Bengali New Year, Krishnanagar Art, Alpana Festival, RN Tagore Road Art, Krishnanagar Charukala Society, West Bengal Culture, Community Art Festival

Upload By K. Halder at 15th March 2025, 01:23 PM

রমিত সরকার
বঙ্গবার্তার বিশেষ প্রতিবেদন,
১৫ ই এপ্রিল পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ কিন্তু দিনটি পালিত হয় ওয়ার্ল্ড আর্ট ডে বা বিশ্ব শিল্প দিবস হিসেবে। প্রতিবছরের মতো এই বছরও এই দিনটিকে স্মরণ করে রাখতে নদীয়া জেলার কৃষ্ণনগর চারুকলা সোসাইটির উদ্যোগে ১৩ই এপ্রিল রাত থেকে অর্থাৎ রবিবার রাত থেকেই কৃষ্ণনগরের বিভিন্ন অংশে। আলপনার মাধ্যমে প্রাক বর্ষবরণ ও বিশ্ব শিল্প দিবস উদযাপনের প্রস্তুতি ছিল পূর্ণ উদ্যমে।

১৪ ই এপ্রিল রাত্রি আটটা থেকে কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে অর্থাৎ পোস্ট অফিস মোড়ে প্রতিবছরের মতো এই বছরেও পোস্ট অফিস মোড়ের আরএন টেগোর রোড সম্পূর্ণ অংশটি আল্পনায় মুড়ে ফেলা হয় এবং এই আলপনা শুধু চারুকলা সোসাইটি শিল্পীদের এই অংশগ্রহণ করতে পারবেন তা নয়। সাধারণ মানুষেও তাতে অংশগ্রহণ করতে পারেন। বিশ্ব শিল্প দিবস কৃষ্ণনগর শহর কে যেনো অপনত্বের মোড়কে মুড়ে ফেলে।

23:24