বঙ্গবার্তা ব্যুরো,
জাতীয় গেমসে বাংলার বড় সাফল্য। বাংলার তিরন্দাজ জূয়েল সরকার ৭০ মিটার বিভাগে সোনা জিতেছে। জূয়েলের এই কৃতিত্বে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে জুয়েলকে শুভেচ্ছে জানিয়েছেন তিনি। শুভেচ্ছে জানিয়েছেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও।
মালদার ছেলে জুয়েল বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র।বেঙ্গল আর্চারি যে ঠিক পথেই এগিয়ে যাচ্ছে তার নজির রাখল জুয়েল। বলেছেন ক্রীড়া মন্ত্রী। রাজ্যের ক্রীড়া মহলের আশা আগামি দিনে জুয়েল আরো অনেক সম্মান নিয়ে আসবে। শুধু রাজ্যের নয় দেশেরও মুখ উজ্জ্বল করবে জুয়েল।
উত্তরাখণ্ডে জাতীয় গেমসে যোগ দিতে গিয়ে বাংলার খেলোয়াড়দের কী অব্যবস্থার মধ্যে পড়তে হয়েছিল তা সকলেরই জানা আছে। ট্রেনের মেঝেতে শুয়ে তাঁদের যেতে হয়েছিল। বিশেষ করে খো-খো খেলোয়াড়দের। আজ যখন কেউ সোনা জিতছেন তখন কর্মকর্তা থেকে মন্ত্রী সকলেই বাহবা কুড়োতে ব্যস্ত। কিন্তু এই খেলোয়াড়দের অনুশীলন থেকে শুরু করে তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য দেওয়ার দিকে নজর দেওয়ার কেউ থাকেন না। বহু প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই খেলোয়াড়দের সাফল্য অর্জন করতে হয়।
জাতীয় গেমসে তিরন্দাজীতে সোনা জিতেছেন দীপিকা কুমারীও। কিন্তু বাংলার মেয়ে হয়েও তিনি ঝাড়খণ্ডের প্রতিনিধিত্ব করছেন।
জাতীয় গেমসে বাংলার হয়ে সোনা জিতল মালদার ছেলে
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/thumb_230571725373756.jpg)