বিরাট ধাক্কা বিসিসিআইয়ের, স্পনসরহীন অবস্থায় এশিয়া কাপ খেলবে ভারতীয় দল

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

এশিয়া কাপ ২০২৫ শুরু হতে আর মাত্র ক’দিন বাকি। বিনা স্পনসরেই এশিয়া কাপ খেলতে হতে পারে ভারতীয় দলকে । ভারতীয় ড্রিম ইলেভেন , মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধের কথা বলা হয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিলে’। সেকারণেই মনে করা হচ্ছে বিসিসিআইকে, স্পনসরশীপ এশিয়া কাপ খেলতে হবে ।

ড্রিম ইলেভেন সংস্থার সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত চুক্তি রয়েছে বিসিসিআইয়ের । প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে এই সংস্থার সঙ্গে। ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব ১৯ দলের জার্সিতেও থাকে ড্রিম ইলেভেনের লোগো।

এতদিন ধরে বোর্ডের বেশিরভাগ আয়ের বড় অংশ এই ধরনের গেমিং/ বেটিং সংস্থাগুলির থেকে আসতো। কিন্তু এই সংস্থাকে বরখাস্ত করা নিয়ে যে খবর সামনে উঠে আসছে তাঁর পর থেকে বাকি সংস্থাগুলিও হাত তুলে নিয়েছে।
বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘‘বিষয়টা অনুমোদিত না হলে আমাদের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকারের প্রতিটা নীতি অনুসরণ করে চলবে বিসিসিআই।’’

ড্রিম ইলেভেনের ধাক্কা খাওয়া নতুন কোনও ঘটনা নয়। ভারত ক্রিকেট দলের জার্সি স্পনসর হওয়া একাধিক কোম্পানিকে আগে সরতে হয়েছে। সেই তালিকায় এবার যোগ হল ড্রিম ইলেভেন। বিরাট কোহলি-রোহিত শর্মাদের ৫ টি জার্সি স্পনসরকেই সরতে হয়েছে। ড্রিম ইলেভেনের পরিবর্তে হয়তো এখ্ন নতুন কোন কোম্পানির দ্বারস্থ হবে বিসিসিআই। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বাদল অধিবেশনে পাশ হয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’।