মোদীর মার্কিন সফরে বড় সাফল্য, তাহাউর রানা’কে হস্তান্তরের অনুমোদন ট্রাম্পের

বঙ্গবার্তা ব্যুরো,
এবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরে বড় কুটনৈতিক সাফল্য পেল ভারত। মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম বড় মাস্টারমাইন্ড তাহাউর রানা’কে হস্তান্তরের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন ট্রাম্প বলেন, তাহাউর রানা’কে অবশ্যই ভারতের বিচার ব্যবস্থার মুখোমুখি হতেই হবে। খুব শীঘ্রই তাঁকে ভারতে হাতে তুলে দেওয়া হবে বলেও জানান। এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
কিছুদিন আগে দীর্ঘ শুনানি শেষে তাহাউর রানাকে ভারতে প্রত্যর্পণের সিদ্ধান্তেই সিলমোহর দেয় মার্কিন সুপ্রিম কোর্ট।ভারত-মার্কিন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এহেন পদক্ষেপ। এবার এই ইস্যুতে ছাড়পত্র দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্টও। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এমন ঘোষণা ভারতের কাছে বড় কুটনৈতিক জয় বলেই মনে করা হচ্ছে।
২০০৮ সালে মুম্বইয়ের তাজ হোটেলে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় অন্যতম বড় মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসে তাহাউর রানার নাম।হামলার অন্যতম মূল চক্রী তথা পাকিস্তানি-আমেরিকান ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে কানাডার নাগরিকত্ব থাকা তাহাউরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাহাউর আপাতত আমেরিকার লস অ্যাঞ্জেলসের মেট্রোপলিটন ‘ডিটেনশন সেন্টার’-এ বন্দী আছে।