Upload By K. Halder at 21th March 2025, 04:32 PM
বঙ্গবার্তা ব্যুরো,
সপ্তাহের শুরুতে সাতসকালে পথ দুর্ঘটনা ভি আই পি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে। সরকারি বাসের চাকায় পিষ্ট বাইক আরোহী। এদিন সজাল ৮টা ১৫মিনিট নাগাদ বাঙুর অ্যাভিনিউয়ে ভিআইপি রোডে এই দুর্ঘটনা ঘটে।
বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি-৩৭ রুটের বাসটি, কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন বাইক আরোহী। বেপরোয়া গতিতে আসা সরকারি বাসের ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন বাইক চালক। বাসের চাকা তাকে পিষে দিয়ে চলে যায়। পুলিশ সূত্রে খবর, বাইক আরোহীর সাথে প্রথমে এক সাইকেল চালকের ধাক্কা লাগে।
এরপরেই বাইক নিয়ে পড়ে যান বাইক আরোহী। পিছন থেকে আসা সরকারী বাস তার উপর দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সরকারি বাসের চালক ও বাস টিকে আটক করেছে পুলিশ।