বঙ্গবার্তা ব্যুরো,
শেষ জাতীয় গেমসে রূপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। সেই আক্ষেপ মেটালেন এবার। লন বলে মহিলাদের সিঙ্গলসে সোনা জিতেছেন বাংলার বীনা শাহ। কলকাতা নিবাসী এই লন বল খেলোয়াড়ের পরবর্তী লক্ষ্য কমনওয়েলথ গেমস।
সোনা জেতার পর বীনা বলছিলেন, ‘গতবার রূপো জিতেছিলাম। একটু আক্ষেপ ছিল। এবার অবশ্য ফাইনালে সোনা জেতার ব্যপারে আত্মবিশ্বাসী ছিলাম। পরবর্তী লক্ষ্য কমনওয়েলথ গেমস, সেটাও জানালেন বীনা। তিনি বলেন, জাতীয় গেমসের পর তার লক্ষ্য গ্লাসগো কমনওয়েলথ গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। সেই লক্ষ্য প্রস্ততি নেওয়া শুরু করবেন তিনি।
রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাবের সদস্যা বীনা। সেখানকার অন্য সদস্যদের লন বল খেলতে দেখে খেলাটির প্রতি আগ্রহ জন্মায়। সেখান থেকে লন বল খেলা শুরু এই বাঙালি খেলোয়াড়ের। তারপর পরপর দু’বার জাতীয় গেমস থেকে পদক জিতেছেন তিনি।
বীনা ছাড়াও লন বলে পুরুষদের অনূর্ধ্ব ২৫ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বাংলার দিব্যাং সাওয়ালকা। লন বলে মহিলাদের ফোর বিভাগে বাংলা রূপো জিতেছেন। পুরুষদের ‘ট্রিপল’ বিভাগে ব্রোঞ্জ পেয়েছে বাংলা।
জাতীয় গেমসে সোনা জয়ের পর কমনওয়েলথ গেমস লক্ষ্য বীণা শাহর
