বীরভূমে কৃষকের বাড়িতে বোমা বিস্ফোরন, নাশকতার সন্দেহ

Birbhum Bomb Blast in Farmer's House

Upload By K. Halder at 25th April 2025, 05:22 PM

বঙ্গবার্তা ব্যুরো,
শুক্রবার বীরভূমে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল সাঁইথিয়া থানার হাতোড়া পঞ্চায়েতের সিজা গ্রাম। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির চাল উড়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক জেসিবি এনে ধ্বংসস্তুপ সরিয়ে ফেলেন। প্রশ্ন এত তড়িঘড়ি তিনি কেন এ সব করতে গেলেন।


সূত্রের খবর বাড়ির মালিক পেষায় কৃষক। নাম শেখ ফিরোজ। তার বাড়িতে হঠাৎ এই বিস্ফোরণ কেন? তবে কি বাড়িতে বোমা রাখা ছিল, নাকি বিস্ফোরক? বাড়িতে কি তৈরি হত বোমা? এই সব প্রশ্ন নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।


ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তারা জানাচ্ছে প্রাথমিক ভাবে মনে হচ্ছে বোমা বিস্ফোরণই হয়েছে। প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ব্যাগ উদ্ধার করেছে। বারুদ মাখা মাটির নমুনাও সংগ্রহ করেছে।


এর আগেও বীরভূমের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আগামী বছর নির্বাচন, তার উপর পহেলগামে জঙ্গি হামলার ঘটনা। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

12:41