শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রতিবাদ বিজেপি বিধায়কদের

Published by Subrata Halder, 11 June 2025, 01:51 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা প্রিভিলেজ মোশন কে ঘিরে উত্তপ্ত রাজ্য বিধানসভা। গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে মুখ্যমন্ত্রীকে নিয়ে করা মন্তব্যের কারণে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। সেই নিরিখে আজ প্রশ্নোত্তর পর্বের শেষে বিষয়টি রাজ্য বিধানসভায় উত্থাপিত হয়। যেখানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই বিষয়টি উত্থাপন করেন এবং জানান শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, নির্মল ঘোষ, ইন্দ্রনীল সেন এই স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা করেছেন। তাদের অভিযোগ বিধানসভার বাইরে প্রেসকনফারেন্সের মাধ্যমে বিরোধী দলনেতা যে বক্তব্য করেছেন তা মুখ্যমন্ত্রীর পক্ষে অবমাননাকর। অধ্যক্ষ বলেন, বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন তা এই সদনের জন্য অবমাননাকর। তিনি মনে করছেন, ওই নির্দিষ্ট বক্তব্য বিধানসভার দলনেতা কলুষিত করার জন্যই বলেছেন। অধ্যক্ষ জানিয়েছেন, অভিযোগ পর্যালোচনা করার পর, পেনড্রাইভে দেখার তথ্য পর্যবেক্ষণ করে অধ্যক্ষ মনে করছেন বিষয়টি বিভিন্ন হিসাবে ধার্য করার যোগ্য। এই অবস্থায় এই বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হচ্ছে। তাদের বিষয়টি নিয়ে তদন্ত করে এই অধিবেশনের শেষের রিপোর্ট জমা দিতে বলা হচ্ছে। যখন বিষয়টি নিয়ে আলোচনা চলছিল তখন বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ বিষয়টি নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করলে অধ্যক্ষ তার বক্তব্য এই বলে খারিজ করে দেন যে তিনি এই বিষয়ের পার্টি নয়। তবু তিনি এই নিয়ে প্রতিবাদ করার চেষ্টাও করেন। তবে এটা হাউসের প্রসিডিংস এর মধ্যে গৃহীত হয়নি অধ্যক্ষ সেটিকে বাতিল করে দেয়। এরপরেই উত্তপ্ত হয় বিধানসভা বিরোধী বিধায়কেরা নিজেদের স্থানে দাঁড়িয়ে অধ্যক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকেন। তারা বিভিন্ন শ্লোগানও দিতে থাকেন।পরে বিধানসভার বাইরে শংকর ঘোষ জানান, বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন। এটাও বলেছিলেন যে অধ্যক্ষ গতকালই বলেছিলেন এই সদনে উপস্থিত থাকা বিধায়কেরা বাইরে কি বলেছে তা নিয়ে সদনে আলোচনা করা যাবে না। অথচ বিরোধী দলনেতা বিধানসভার বাইরে বক্তব্যকে নিয়ে এবার প্রিভিলেজ দেওয়া হচ্ছে। এটা কি স্ববিরোধিতা নয় ?

06:17