দিল্লিতে গেরুয়া ঝড়ে সাফ আপ


বঙ্গবার্তা ব্যুরো,
কেজরির ঝাড়ু দিয়েই দিল্লি সাফ করলেন দিল্লির মানুষ। স্বয়ং কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যন্দ্র জৈনের মতো আপের প্রথম সারির নেতারা হেরে গেছেন। একমাত্র দলের মুখ রক্ষা করেছেন আতিশী মার্লেন। কালকাজী কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। দিল্লিতে বিজেপির জয় নিশ্চিত হতেই দলের প্রথম স্তরের নেতারা মোদিজীর জয়ধ্বনি দেওয়া শুরু করেছেন। পীয়ূস গোয়েলের মতো নেতারা বলছেন, দিল্লি বাসী মোদীর ডাবল ইঞ্জিন সরকারের ওপর এবং তার গ্যারান্টির ওপর ভরসা রেখেছেন। তার দাবী দিল্লির মানুষ মোদীর নেতৃত্বে বিকশিত ভারত দেখতে চান।
দিল্লী ভোটে শেষ পর্যন্ত সীতারামনের বাজেটের প্রভাব বেশ ভাল রকমই পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। দিল্লিবাসী বাজেটে ১২ লাখ টাকা আয়কর ছাড় সমেত বিভিন্ন ছাড়ের আশ্বাসে ভরসা রেখেছেন বলেই দিল্লির ভোটে এই ফল হল বলেই মনে করা হচ্ছে।
দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলও সামনে এসেছে। এই কেন্দ্রে বিজেপি তাদের প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির থেকে এগিয়ে রয়েছে।