বঙ্গবার্তা ব্যুরো,
২০২৬ এর ভোটের সাম্প্রদায়িক ইস্যুকেই প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিজেপি।তেমন ই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দলীয় সূত্রে। পশ্চিমবঙ্গে বিজেপি তার হিন্দুত্ব তাসকে একবারে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে চাইছে। সেই কাজ শুরুও করে দিয়েছে দল। তবে বিজেপির সাম্প্রদায়িক প্রচারের জবাব দিতে দেরি করছে না তৃণমূল কংগ্রেস। কলকাতার রাস্তায় লাগানো পোস্টার তারই
প্রমাণ দিচ্ছে।
বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেদিন রাজ্যের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুমকি দিয়েছিলেন সে দিনই বোঝা গিয়েছিল এটা কোনও আলটপকা মন্তব্য নয়। এর পিছনে সুদূর প্রসারি পরিকল্পনা রয়েছে। কারণ বিরোধী দলনেতা শুভেন্দুর ওই বিতর্কিত মন্তব্য নিয়ে বিজেপির পক্ষ থেকে কেউ কোনও রকম প্রতিক্রিয়া দেয় নি।
শুধু তাই নয় এখন তারা কলকাতা জুড়ে হিন্দুত্বের পোস্টার দিচ্ছে। তারা লিখছে হিন্দু হিন্দু ভাই ভাই। এতদিন দেশের সর্বত্র বিশেষ করে এ রাজ্যে চালু শ্লোগান ছিল হিন্দু মুসলিম ভাই ভাই। নজরুলের কবিতার কথা আজকের এই কট্টরবাদী রাজনীতির পরিসরে ভুলতে বসকলকাতা, শহর জুড়ে একদিকে কট্টর হিন্দুত্বের পোস্টার আবার তার জবাবে পালটা পোস্টার সম্প্রীতির কথা বলা তৃণমূলের।
তৃণমূল বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টারের জবাবে লিখছে ‘হিন্দু হিন্দু ভাই ভাই তেলের দামে লোটা চাই’, ‘হিন্দু হিন্দু ভাই ভাই বাঙালী পূর্ণ মন্ত্রী নাই’। এই চড়া সাম্প্রদায়িক রাজনৈতিক প্রচারের মাঝে দিশাহারা অবস্থা রাজ্যের মানুষের।
২০২৬ এর বিধানসভা ভোটে সাম্প্রদায়িক ইস্যু তে প্রচার বিজেপির
