বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের এখন প্রধান ইস্যু হুমায়ুন কবীরের মন্তব্য। বৃহস্পতিবার তাঁরা এই নিয়ে সভায় আলোচনার দাবি তোলেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেওয়ায় বিজেপি বিধায়করা সভা থেকে বেরিয়ে যান। সোমবার থেকে বৃহস্পতি বার পর্যান্ত তাঁরা সভা থেকে বাইরেই থাকলেন।
বিজেপি বিধায়করা এদিন সভায় বলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবং সিদ্দিকুল্লা চৌধুরী বিরোধী দলনেতাকে হুমকি দিয়ছেন। এই নিয়ে সভায় আলোচনার দাবি তোলেন তাঁরা। হুমায়ূন কবীর বা সিদ্দিকুল্লার বিরুদ্ধে তাঁর এই অভিযোগ তুললেও শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন বলেছিলেন সে বিষয়ে তাঁরা নীরব থাকেন। স্পিকার বিজেপি দাবি খারিজ করে দিলে তাঁরা সভা থেকে ওয়াক আউট করেন।
এদিকে এদিন স্পিকার তাঁর আগের সিদ্ধান্ত বদল করেন। এর আগে তিনি বলেছিলেন বিজেপি বিধায়কদের সভায় কাগজ দেওয়া হবে না। এদিন তিনি বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে জানিয়ে দেন সোমবার থেকে তাঁদের কাগজ দেওয়া হবে। একই সঙ্গে তিনি সভায় ঠিক মতো আচরণ করার কথা বলেন। অহেতুক কাগজ ছেঁড়াছেঁড়ি করতে বারণ করেন। এদিন তিনি বিজেপির প্রথমবারের বিধায়ক হীরণ চট্টোপাধ্যায়ের রাজ্যের বিরুদ্ধে ঘুষ দিয়ে স্কচ পুরস্কার পাওয়ার মন্তব্যের জন্য তাঁকে নিজের ভুল স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এই ধরণের হাল্কা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।
বিধানসভার ভিতর হুমায়ুন কবীরের হুমকি নিয়ে আলোচনার দাবি না মানায় ওয়াকআউট বিজেপির
