বঙ্গবার্তা ব্যুরো,
ছবি: সংগৃহীত
এক সময়ের ব্যস্ততম অভিনেতা রুদ্রনীল ঘোষ এখন রুপোলি পর্দার পিছনে। টলিউডের এই দাপুটে অভিনেতা বর্তমানে চরম অর্থ কষ্টে রয়েছেন। দীর্ঘদিন কাজ না থাকায় এই পরিস্থিতিতে পড়েছেন তিনি। বাধ্য হয়ে বিক্রি করেছেন নিজের রেঞ্জ রোভার গাড়ি এবং রানীকুঠির ফ্ল্যাট।
রুদ্রনীল বলেন, ৬৫ লাখ টাকার গাড়ি ছিল আমার। কোনো রাজনীতির পয়সায় নয়, অভিনয়ের টাকা দিয়েই কিনেছিলাম। কিন্তু এখন সেটি বিক্রি করে দিতে হয়েছে সংসার চালানোর জন্য।
রুদ্রনীলের আক্ষেপ, রাজনৈতিক মতাদর্শের কারণে এক সময়ের ঘনিষ্ঠ নির্মাতারাও এখন কাজ দিতে ভয় পান। বন্ধুরাও আজ ভয় পায় আমাকে নিতে। তাদের শুটিং বন্ধ হয়ে যাবে। অথচ তারাই একসময় আমার কাছ থেকে সাহায্য নিয়েছে। পরিস্থিতি এমনই দাবী রুদ্রনীলের।
রাজনীতিতে রুদ্রনীলের ক্যারিয়ার শুরু হয়েছিল বামপন্থী রাজনীতির হাত ধরে। পরে যোগ দেন তৃণমূলে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে যোগ দেন, বিজেপি তে। তারপর থেকেই শুরু হয় টালিউডে কোণঠাসা অবস্থা। আগামী নির্বাচনে আবারও বিজেপি প্রার্থী হিসেবে তাকে দেখা যেতে পারে তাও নিশ্চিত।
এখনো অবিবাহিত রুদ্রনীল। দক্ষিণ কলকাতায় একাই থাকেন। জানালেন, ২০২৬ সালে বিয়ের পরিকল্পনা করছেন। চলছে পাত্রীর খোঁজ।
তবে হতাশার মাঝেও কিছুটা আলো এনে দিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া দেব শুভশ্রী অভিনীত ধূমকেতু ছবিটি। এতে রুদ্রনীলের চরিত্রটি দর্শকের নজর কেড়েছে। নায়ক-নায়িকাকে ছাপিয়ে প্রশংসা পেয়েছেন তিনি।
টালিউডে রাজনীতির প্রভাব কতটা গভীর, রুদ্রনীলের বর্তমান বাস্তবতা যেন তারই প্রমাণ।

