দিল্লি নির্বাচনে বিশেষ টিম বিজেপির

Delhi Assembly Elections

বঙ্গবার্তা ব্যুরো,

দিন যত এগিয়ে আসছে, ততই লড়াই তীব্র হচ্ছে। ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে এবার ত্রিমুখী লড়াই। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে।

তিন দলের কাছেই তিন রকম চ্যালেঞ্জ। কেন্দ্রে তিনবার ক্ষমতায় এলেও দিল্লি দখলের স্বপ্ন তাদের অধরা থেকে গেছে বিজেপির।এবার তাই দিল্লি দখলের জন্য চেষ্টার কোনও কসুর করছে না তারা।

গত দশ বছর ধরে দিল্লির মসনদে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সেই ক্ষমতা ধরে রাখাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ।তাদের লড়াই আরও কঠিন হয়ে পড়েছে, তাদের দলের প্রধান মুখ অরবিন্দ কেজরিওয়ালের স্বচ্ছ ভাবমূর্তিতে দুর্নীতির ছাপ পড়ে যাওয়ায়। আবগারি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালের জেল যাত্রা এবারের নির্বাচনে তাদের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
অন্যদিকে দিল্লিতে শীলা দীক্ষিতের টানা তিনবার দিল্লির মুখ্যমন্ত্রী থাকার পর আর সেখানে কংগ্রেসের কোনও অস্তিত্বই নেই আজ।গত লোকসভা ভোটে কিছুটা ভাল ফল করার পর এবার তাদের লক্ষ্য দিল্লির হারানো জমি ফিরে পাওয়া।

এই পরিস্থিতিতে বিজেপি দিল্লির ৫১টি আসন জিততে মরিয়া। তাই সেখানে জয় পেতে ২৭ জনের এক বিশেষ টিম গঠন করেছে। এই টিম সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডাকে রিপোর্ট করবে। এই ২৭ জনের দলে সাংসদ, বিধায়করা যেমন থাকবেন তেমনই দলের শীর্ষ নেতাদেরও অনেকেই থাকবেন। বিজেপি প্রয়োজনে দিল্লি নির্বাচনে তাদের শরিক দলের নেতাদেরও প্রচারে নামানোর পরিকল্পনা করেছে।