৪ ঠা আগস্ট ফের উত্তর কন্যা অভিযান বিজেপির

বঙ্গবার্তা ব্যুরো

তৃণমূলের শহীদ সমাবেশের পাল্টা বিজেপির উত্তর কন্যা অভিযানে এদিন দু লক্ষ মানুষের সমাবেশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যে বিরোধী দল বিজেপি কর্মী সমর্থকদের উপর পরিকল্পিত আক্রমণ চালাচ্ছে।

উত্তরবঙ্গে তাদের স্থান নেই বুঝেই এখন উত্তরবঙ্গে আরো বেশি করে নিশানা করছে তৃনমূল সরকার। রাজ্যে বিপুল পরিমাণ বাংলাদেশী রোহিঙ্গাদের সেফ কাস্টডিতে পরিণত করেছে রাজ্য সরকার। নির্বাচন কমিশন যেই সঠিক পথে এগোতে উদ্যোগ নিয়েছে ওমনি লাফালাফি শুরু করেছে। তিনি বলেন বাংলায় কথা বললেই রোহিঙ্গারা ও বাঙালি বলে কি রাজ্যের মানুষ মনে করেন ?

২০২৬ এর নির্বাচনে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তার জবাব দেবে। বিধায়ক শঙ্কর ঘোষ দাবী করেন রাজ্যের ভোটার তালিকায় দেড় কোটির বেশি বাংলাদেশী অনুপ্রবেশ কারির নাম রয়েছে, তাদের নাম বাদ পড়লেই তৃণমূলের খেলা শেষ। সাংসদ মনোজ তিজ্ঞা বলেন তৃণমূলের বিরুদ্ধে ঐক্য বদ্ধ লড়াই করতে হবে।

22:38