Upload By K. Halder at 28th April 2025, 7:36 PM
বঙ্গবার্তা ব্যুরো,
সন্ত্রাসবাদী হামলা পাকিস্তানে। দেশের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা শহরে একটি শান্তি কমিটির দফতরে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, আহত অনেক। বিস্ফোরণের ফলে ভবনের একটি অংশ ভেঙে পড়ে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। তদন্ত শুরু হয়েছে বলে সেনা সূত্রে খবর। বিস্ফোরণ স্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে, দোষীদের অনুসন্ধান চলছে।
পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান প্রদেশে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ব্যাপক হারে বেড়েছে। ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি)-র সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে এই ধরনের হামলা আরও বাড়ছে।