খালেদাকে চিঠি পাক প্রধানমন্ত্রীর, নতুন সুসম্পর্ক ঘিরে প্রশ্ন

বঙ্গবার্তা ব্যুরো,
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন।এমনাবস্থায় তাঁর সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই চিঠিটি গত ৩১ জানুয়ারি লেখা হয়।চিঠিতে তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক মহান চরিত্র হিসেবে উল্লেখ করেছেন।শাহবাজ শরিফ লিখেছেন, জনসেবায় খালেদা জিয়ার আত্মোৎসর্গ অনেকের জন্য অনুপ্রেরণার উৎস।
বিএনপি-র মিডিয়া সেলের তরফে দলনেত্রীর কার্যালয়ে আসা পাক প্রধানমন্ত্রীর আসা এই চিঠির কথা জানানো হয়েছে। তাতে খালেদা জিয়ার উদ্দেশে পাক প্রধানমন্ত্রীর তরফে বলা হয়েছে, ‘আপনার স্বাস্থ্যগত সমস্যার কথা জানতে পেরে আমি উদ্বিগ্ন। আপনার দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করছি।’
সেখ হাসিনা জামানার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।বিএনপিকে বাংলাদেশের আগামী শাসক দল হিসাবে বিবেচনা করেই শাহবাজ শরিফ এই চিঠি লিখেছেন বলে মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক মহল।খালেদা জিয়া বহু বছর ধরে অসুস্থ হলেও এতদিন কোনও পাক প্রধানমন্ত্রী তাঁর আরোগ্য কামনা করে চিঠি দেননি।এই চিঠিকে বাংলাদেশের পাশাপাশি বিএনপির সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হিসাবেই দেখা হচ্ছে।
মহম্মদ ইউনুসের বাংলাদেশ এখন অনেটাই পাক পন্থী।ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে দু’বার বৈঠক হয়েছে পাক প্রধানমন্ত্রীর।বেড়েছে সামরিক বোঝাপড়াও।এরপর সে দেশের বিরোধী নেত্রীকে পাক প্রধানমন্ত্রীর এমন নিয়ে জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।