বঙ্গবার্তা ব্যুরো,
এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ।দ্রুত নির্বাচনই এখন এই অস্থির সময়ে বাংলাদেশকে ঠিক পথে চালনা করার একমাত্র লক্ষ্য বিভিন্ন দলের।বি এন পির দাবি দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই।এমন কি জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনও হতে পারে না।এমন দাবি তুলে আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বুধবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করে বিএনপির স্থানীয় প্রাক্তন জনপ্রতিনিধিরা।পদযাত্রাটি জাতীয় ঈদগাহ মাঠের গেটে পৌঁছালে বাধা দেয় পুলিশ। এসময় সৃষ্টি হয় তুমুল বাকবিতণ্ডা। পরে আন্দোলনকারীদের ৫ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান।
এ মুহূর্তে বিএনপির সব মনোযোগ জাতীয় নির্বাচনের ওপরই। নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের বিরোধও দেখা যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে, সেটাকে খুব গুরুত্ব দিতে নারাজ বিএনপি। বৃহস্পতিবার দলের ডাকা সভা থেকেই কার্যত বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হবে।
গৃহযুদ্ধের পথে ইউনূসের বাসভবন অভিমুখে পথে খালেদার দল, আটক পুলিশের
