আইন শৃংখলা পরিস্থিতির অবনতি, ইউনূসের নেতৃত্বে আস্থা হারাচ্ছে মানুষ, সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতি বলল বিএনপি

বঙ্গবার্তা ব্যুরো,
বাংলাদেশ আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এমন পর্যায়ে যাচ্ছে যে তাতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ নেতৃত্বের উপর আর ভরসা রাখতে পারছে না বিভিন্ন রাজনৈতিক দল।শনিবার আন্তর্জাতিক নারী দিবসে এমন অবস্থাকে ‘সার্বিক নৈরাজ্যকর’ পরিস্থিতি বলে উল্লেখ করলেন করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার সঙ্গেও ইউনূস সরকারের তুলনা টেনেছেন বিএনপি মহাসচিব। বর্তমান বাংলাদেশে নারী নির্যাতনসহ মহিলাদের বিভিন্ন হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে শুক্রবারই গণমাধ্যমে এক বিবৃতি পাঠান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে শুধু বিএনপি মহাসচিব নন,শনিবার বাংলাদেশে বেড়ে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন বিএনপি-র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি বলেন, বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন! তাঁর কথায়, ‘অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনও নারীরা নানা ধরনের বৈষম্য, হিংস্রতা ও শোষণের শিকার হচ্ছেন।’
এদিনই আবার ঢাকার এক আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে বাংলাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন মহম্মদ ইউনুস স্বয়ং। তাঁর বার্তা, বাংলাদেশে এই অরাজকতার সৃষ্টির নেপথ্যে ‘পতিত স্বৈরাচার’-এর হাত থাকতে পারে! অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। তিনি বলেছেন, ‘আমাদের এখন ততটাই সতর্ক থাকতে হবে, যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম।’