Published By Subrata Halder on 01 April 2025, at 01:44pm
বঙ্গবার্তা ব্যুরো,
ভারতীয় জাদুঘরের সংগ্রহ শালায় বোমাতঙ্ক। তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি মেইল করে জাদুঘরে বোম রাখা আছে , সংগ্রহশালা উড়িয়ে দেবার হুমকি দেওয়া হয়েছে। আজ সকাল থেকেই তল্লাশি চলছে। দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না। জাদুঘরের বাইরের এলাকাতেও তল্লাশি করছে পুলিশ ও বম্ব বিশেষজ্ঞরা।