Published By Subrata Halder, 02 June 2025, 07:38 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
সান্তোসের জার্সিতে মাত্র পাঁচ মাসের জন্য খেলতে এলেন। রোববার রাতে ছিল সান্তোসের জার্সিতে নেইমারের শেষ ম্যাচ কিন্তু শেষ ম্যাচটাতে চরম বাজে এক কাজ করে সমর্থকদের কাছে সমালোচিত ব্রাজিলিয়ান ফুটবল তারকা। হাত দিয়ে গোল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন তিনি।
ইউরোপিয়ান গণমাধ্যম গুলি মারাদোনার সঙ্গে তুলনা করতে গিয়ে মজা করে দিয়াগোর হাত দিয়ে গোল করার ঘটনাকে উল্লেখ করছে। তারা লিখছে, হ্যান্ড অব নেইমার। হাত দিয়ে গোল করার ঘটনাটা ঘটেছে ব্রাজিলিয়ান লিগে বোটাফোগোর বিপক্ষে সান্তোসের ম্যাচে। ম্যাচের তখনও ১৫ মিনিট বাকি। দুই দলই তখন ছিল গোলশূন্য সমতায়। এ সময় ছোট বক্সের সামনে গোল দেওয়ার চেষ্টা করছিলেন নেইমার। বল জালে প্রবেশ করছিলো, তখন এক ডিফেন্ডার চেষ্টা করছিলেন বলটার নিয়ন্ত্রন নিতে। বাতাসে ভেসে থাকা বল যেন ডিফেন্ডার নিয়ন্ত্রণে নিতে না পারে, আচমকা হাত দিয়ে বলটিকে বোটাফোগোর জালে ঠেলে দেন নেইমার।
সঙ্গে সঙ্গেই রেফারির চোখে পড়ে যায়। মারাদোনার হাত দিয়ে গোল করার দৃশ্য রেফারিরা ধরতে পারেননি। তবে, নেইমারের দুর্ভাগ্য, রেফারি দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান। একই ম্যাচের শুরুতেই আরও একটি হলুদ দেখেছিলেন তিনি। যার ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো নেইমার। এ ঘটনার চার মিনিট পর বোটাফোগো গোল করে সান্তোসকে ১-০ গোলে হারায়।
যদিও ম্যাচের শুরু থেকেই বেশ রেগে ছিলেন নেইমার। বোটাফোগোর সমর্থকরা একের পর এক দুয়ো দিয়ে রাগিয়ে তুলেছিলেন তাকে। জবাবে তিনি বলেন, আমি একটা গোল করব, তারপর ওদের সামনে যাব।
নেইমারের রাগটা প্রতিফলিত হয় মাঠের খেলাতে। একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন। ফাউলটি করেছিলেন তার পুরনো সতীর্থ জাইরকে। এরপর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। এটি ছিল তার ক্যারিয়ারের ১৬তম লাল কার্ড, আর সান্তোসের হয়ে পঞ্চম। পিএসজির হয়ে ২০২২ সালের ডিসেম্বরে সর্বশেষ লাল কার্ড দেখেছিলেন তিনি।
ম্যাচের পর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থণা করেন নেইমার। তিনি বলেন, আমি একটা ভুল করেছি। প্লিজ ক্ষমা করে দিন।
কেন এমন ভুল করলেন, এ নিয়ে নেইমার বলেন, গোলের জন্য বেশি মরিয়া হয়ে গেলে কখনো কখনো আমরা ভুল করে বসি। আমি আমার সতীর্থ তো বটেই, ভক্তদের কাছেও মাফ চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন।
তিনি আরও বলেন, আজ যদি আমি লাল কার্ড না দেখতাম, আমি নিশ্চিত আমরা ৩ পয়েন্ট নিয়েই ম্যাচটা শেষ করতাম। আজকের ম্যাচের জন্য দলের অভিনন্দন প্রাপ্য। এই ৩টি পয়েন্ট না পাওয়ার দায় একান্তই আমার নিজের।
নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এর মধ্যেই শুরু হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের বিরতি এবং ক্লাব বিশ্বকাপ। তাই এটাই ছিল সান্তোসের হয়ে তার শেষ ম্যাচ। সেই শেষ টা হলো এমন এক বিতর্কিত কাণ্ড দিয়ে।
সমাজ মাধ্যমে এর মধ্যেই শুরু হয়েছে নানা রকম মিম, কেউ বলছে নেইমার কি মারাদোনার পথেই হাঁটছেন ? আবার অনেকে বলছেন, এভাবে কি শেষ হবে সান্তোসে নেইমার অধ্যায়।