পিছিয়ে পড়েও কোপা আমেরিকা জিতল ব্রাজিল

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

মেয়েদের ফুটবলে এমন ম্যাচ থ্রিলারকেও হার মানাবে। পিছিয়ে থেকেও পঞ্চমবারের জন্য মেয়েদের কোপা আমেরিকা ফুটবল কাপ জিতল ব্রাজিল। ফাইনাল ম্যাচের পুরোটা সময় জুড়েই ছিল চরম উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে তিনবার পেছনে ফেলেছে কলম্বিয়া। তবে শেষ রক্ষা হয়নি তাদের। তিনবার পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে এবারেও সোনালী শিরোপা জিতেছে ব্রাজিল।

এ নিয়ে টানা পঞ্চমবার কোপা আমেরিকার শিরোপা জিতলো ব্রাজিল। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া নারী কোপার ১০টি আসরের মধ্যে ৯ টি তেই জয়ী হলো ব্রাজিলিয়ান মেয়েরা। কেবল একবার এই শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ২০০৬ সালে ব্রাজিলকে হারিয়ে। শনিবার রাতে ইকুয়েডরের কুইটো শহরের রোদ্রিগো পাজ ডেলগাডো স্টেডিয়ামে ম্যাচের মূল সময়ের খেলা শেষ হয় ৪-৪ এ। টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারায় ব্রাজিল।

১০৫ মিনিটে মার্তা আবারও গোল করলে মনে হচ্ছিল ব্রাজিল জিতে যাবে। কিন্তু কলম্বিয়া আবারও সমতা ফেরায়। নাটকীয়তা আরও বাড়তে থাকে। লেইসি সান্তোসের অসাধারণ ফ্রি কিকে ১১৫ মিনিটে ৪-৪ করে ফেলে তারা। ফলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত অভিজ্ঞতায় এগিয়ে থাকা ব্রাজিল জয় পায়।

ম্যাচের শুরুতে দুদল সুযোগ তৈরি করলেও ২৫ মিনিটে কলম্বিয়া লিড নেয়। লিন্ডা কাইসেডো এক চমৎকার পাসিং মুভ শেষ করে কাছ থেকে নিখুঁত শটে গোল করে লিড এনে দেয়।

৮০ মিনিটে গারবেলিনির পাস থেকে গুটিয়ারেস একটি দুর্দান্ত শটে গোল করে আবারও ব্রাজিলকে সমতায় ফেরায়। কিন্তু এরপর মাত্র ৮ মিনিটের ব্যবধানে কলম্বিয়ার মায়রা রামিরেজ তৃতীয়বারের মতো লিড এনে দেয়।

কলম্বিয়া যখন তাদের প্রথম মহাদেশীয় শিরোপার একেবারে কাছাকাছি, তখন বদলি হিসেবে নামা ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলার মার্তা অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক গোল করে আবারও সমতা ফেরায়।

১০৫ মিনিটে অ্যাঞ্জেলিনার একটি নিখুঁত ক্রস থেকে মার্তা আবারও গোল করেন। কিন্তু ১১৫ মিনিটে কলম্বিয়ার লেইসি সান্তোস চমৎকার ফ্রিকিকে গোল করলে ফলাফল দাঁড়ায় ৪-৪। মার্তার কাছে ছিল ম্যাচ জেতানোর সুযোগ। কিন্তু ক্যাথরিন তাপিয়া তার শট রুখে দিলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে ক্যারাবালির মিস কলম্বিয়ার শিরোপা স্বপ্ন ভেঙে দেয় এবং ব্রাজিলকে নবমবারের মতো চ্যাম্পিয়ন করে।