দুই শিল্পী
বঙ্গবার্তা ব্যুরো,
বিশ্ব মাতানো ব্রিটিশ পপস্টার এড শিরান এসে পৌঁছলেন গায়ক অরিজিৎ সিং-এর জিয়াগঞ্জের বাড়িতে।
এড শিরান জিয়াগঞ্জে আসার সাথে সাথে অরিজিত সিং অফিস থেকে ছুটে এসে বুকে জড়িয়ে ধরেন তার এই ফ্যান কে। তারপর সম্মানের সহিত নিয়ে যান তার স্টুডিও হাউসে। কিছুক্ষণের মধ্যেই নিজের স্কুটিতে চাপিয়ে রওনা দেন বাড়ির পাশে, শিবতলা ঘাটের যেখানে তার শৈশব কেটেছে।আলোচনায় উঠে আসে শৈশেব স্মৃতি। সেখান থেকেই মোটর চালিত নৌকাকে সামান্য সজ্জিত করে সমস্ত আগত টিম ,এড শিরান এবং নিজস্ব কিছু সঙ্গী দের নিয়ে বেরিয়ে পড়েন নৌকা ভ্রমণে ভাগীরথী বক্ষে। তা দেখে অরিজিৎ ভক্তরা
আবেগ বিহ্বল।