প্রিন্স অব ডার্কনেস খ্যাত ব্রিটিশ রকস্টার অজি অসবর্ন প্রয়াত

বঙ্গবার্তা ব্যুরো,

রকস্টার অজি অসবর্ন/ছবি ফেসবুক থেকে সংগৃহীত

হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাববাথ এর ভোকাল এবং কিংবদন্তি রক আইকন অজি অসবর্নের মৃত্যু হয়েছে। গতকাল ৭৬ বছর বয়সে এই সঙ্গীতশিল্পী প্রয়াত হন, বলে তার পরিবার সূত্রে জানানো হয়েছে।

ইংল্যান্ডে নিজের শহর বার্মিংহ্যামে তার বিদায়ী কনসার্টে পারফর্ম করার দুই সপ্তাহ পরেই না ফেরার দেশে চলে গেলেন এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ২০১৯ সালে তার শরীরে পারকিনসনস রোগ ধরা পড়ে।

পরিবারের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভাষায় প্রকাশ করা কষ্টকর হলেও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের প্রিয় অজি অসবর্ন আজ সকালে চির বিদায় নিয়েছে।

ভক্ত ও অনুরাগীদের প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, মৃত্যুকালে তার পাশে পরিবারের সদস্য ও তার প্রিয় মানুষেরা ছিলেন। আমরা সবার প্রতি আমাদের পারিবারিক গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধ করছি।

১৯৭০ এর দশকে ব্যাপক ব্যবসায়িক সাফল্য লাভ করে হেভি মেটাল ব্যান্ড ব্ল্যাক সাববাথ। ব্যান্ডের ভোকাল অসবর্ন ছিলেন হেভি মেটাল ঘরানার গানের অগ্রপথিকদের একজন। প্রিন্স অব ডার্কনেস নামে খ্যাত এই শিল্পী একবার স্টেজে পারফর্ম করার সময় জীবন্ত একটি বাদুড়ের মাথা কামড়ে ছিঁড়ে ফেলেছিলেন!

20:30