ভারত বাংলাদেশ সীমান্তের হাকিমপুরে সোনার বিস্কুট আটক করলো বিএসএফ, নদীয়ায় বাজেয়াপ্ত মাদক

Published By Subrata Halder, 17 May 2025, 04:43 pm

বঙ্গবার্তা ব্যুরো,
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে হাকিমপুরে সোনা পাচারের চেষ্টা হাতেনাতে ধরলো বিএসএফ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৪৩ নং ব্যাটালিয়নের জওয়ানরা সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করে দেন। অভিযান চলাকালীন, বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা করার সময় বিএসএফ সদস্যরা ১০টি সোনার বিস্কুট সহ দুই চোরাকারবারীকে হাতেনাতে আটক করে। যার মূল্য কয়েক কোটি টাকা।
আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ জওয়ানরা হাকিমপুর উত্তরপাড়া গ্রামের কাছে দুজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। উভয়কেই থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, শুরু হয় তল্লাশি । তাদের কাছ থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, উভয় চোরাকারবারী স্বীকার করে যে তারা উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তারা স্বীকার করে যে তাদের সোনা একই গ্রামের অন্য একজন বাসিন্দার কাছে হস্তান্তর করার কথা ছিল, যার জন্য তাদের ২,৮০০ টাকা দেওয়া হয়েছিল।
বিএসএফের সতর্কতায় সোনা পাচারের পরিকল্পনা ব্যর্থ হলো। এছাড়াও নদীয়া জেলার ৩২ নং ব্যাটালিয়ন এবং উত্তর ২৪ পরগনা জেলার ১৪৩ তম ব্যাটালিয়নের জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে মোট ৪১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে গাঁজা চোরাচালানের চেষ্টা করার সময় এই গাঁজা আটক করা হয়।
বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্তা বলেন, সীমান্তে চোরাচালানের অবৈধ কার্যকলাপ বন্ধে বিএসএফ সজাগ রয়েছে। তিনি সীমান্ত অঞ্চলে বাসবাসকারিদের সোনা পাচার সম্পর্কিত যেকোনো তথ্য বিএসএফের সীমা সাথীর হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা ৯৯০৩৪৭২২২৭ নম্বরে হোয়াটসঅ্যাপ বার্তা বা ভয়েস বার্তার মাধ্যমে জানানোর আবেদন করেন। বিশ্বাসযোগ্য তথ্যের জন্য উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানান তিনি।

13:44