বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- বিসিসিআই ফেসবুক পেজ
চোটের সমস্যায় জেরবার ভারত। আকাশ দীপ, ঋষভ পন্থের পর এবার জসপ্রীত বুমরাহ। ম্যাঞ্চেস্টারে তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় নতুন বল পায় ভারত। সেই বলে মাত্র এক ওভার বল করেন বুমরাহ। তার পরেই উঠে যান তিনি। সাজঘরে যাওয়ার জন্য যখন সিঁড়িতে উঠছিলেন, তখনই দেখা যায় পড়ে গিয়েছেন। তার পর উঠে কোনও রকমে খোঁড়াতে খোঁড়াতে সাজঘরে যান তিনি। দেখে বোঝা যাচ্ছিল, হাঁটতে কষ্ট হচ্ছে তাঁর।
দিনের শেষে যখন বুমরাহ ড্রেসিংরুমে ফিরছেন, তখন যেন একেবারে ক্লান্ত-বিধ্বস্ত। সবচেয়ে দুশ্চিন্তার যেটা, সেটা হল সিঁড়ি দিয়ে উঠতে পর্যন্ত পারছেন না। কোনও রকমে খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে যান তিনি। মনে হচ্ছিল, পা ফেলতে পর্যন্ত কষ্ট হচ্ছে তাঁর। বুমরাহ জ্বলে উঠতে পারলেন না এই ম্যাচে।
বুমরাহের বলে সেই গতি নেই। পুরো সিরিজে একটাও বল ১৪০ কিমির উর্ধ্বে করতে পারেননি। যা বেশ উদ্বেগের বিষয়। মহম্মদ কাইফের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন, ‘আমার মনে হয় না বুমরা আগামী দিনে টেস্টে দেখা যাবে বলে। ও অবসর নিয়ে নিতে পারে টেস্ট থেকে। যে গতিতে বল করত বুমরা, সেটা দেখা যাচ্ছে না। যদি কোনও প্লেয়ার মনে করে, দেশের হয়ে ১০০ শতাংশ দিতে পারছে না, উইকেট নিতে পারছে না, দলকে জেতাতেই পারছে না, তা হলে সে নিজেই আর খেলতে চায় না।

