উত্তেজনা পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরের সীমান্ত এলাকায় তৈরি হচ্ছে বাঙ্কার

Published By Subrata Halder, 15 May 2025, 11:53 pm

বঙ্গবার্তা ব্যুরো,
ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে বহু বছর পর জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে আবার বাঙ্কার নির্মাণের দাবি জোরালো হয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে প্রাণহানি ও বিভিন্ন ক্ষয়ক্ষতির পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
বারামুলা জেলার উরি সফরের সময় তিনি সাংবাদিকদের বলেন, অনেক বছর ধরে বাঙ্কারের প্রয়োজন অনুভব করিনি। এখন মানুষ ব্যক্তিগত বাঙ্কার চাইছেন। শুধু কমিউনিটি বাঙ্কার নয়। পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি এলাকায় বাঙ্কার নির্মাণ করবে সরকার।
তিনি বলেন, উরি, তাংধার, রাজৌরি ও পুঞ্চ- সব জায়গায় একই রকম পরিস্থিতি। দুই থেকে তিন দিন ধরে আমাদের অসামরিক এলাকাগুলিতে হামলা হয়েছে। এমনকি, মনে হচ্ছে হামলার লক্ষ্য ছিল, বেশি সংখ্যক নিরীহ মানুষকে মারা। এখন যুদ্ধবিরতি চলছে, সীমান্তে শান্তি ফিরে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি ও সেই ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব অতল দুল্লু জানান, গোলাবর্ষণে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ দেওয়া ও নতুন বাঙ্কার নির্মাণে প্রশাসন কাজ করছে। অনেক মানুষ আহত হয়েছেন, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের জন্য আরও বাঙ্কার নির্মাণ করব।

01:46