আগামীকাল থেকে হুগলি জেলায় বাস ধর্মঘটের ডাক

Published By Subrata Halder, 15 June 2025, 09:47 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
আগামী কাল থেকেই হুগলি জেলা জুড়ে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। জেলার সব রুটে অটো, টোটো, ম্যাজিক গাড়ির দাপটে যাত্রী পাচ্ছে না বাস চালকরা। যার ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এর প্রতিবাদে সপ্তাহের শুরুতেই অনির্দিষ্ট কালের জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে। যদিও এ নিয়ে বিকল্প পথ খুঁজে পাওয়া যায় নি বলে বিবৃতিতে জানিয়েছেন হুগলি জেলা বাস আ্যসোসিয়েশনের ভারপ্রাপ্ত কর্তাব্যাক্তিরা।
তাদের অভিযোগ জেলা জুড়ে সমস্যার সমাধানে বেশ কয়েক বার বৈঠক হলেও এই নিয়ে কোনওরকম সমাধান সূত্র মেলেনি। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, নাগরিক দুর্ভোগ বন্ধে চেষ্টা চলছে উপায় বের করার।

10:25