বঙ্গবার্তা ব্যুরো,
ফের সংবাদ শিরোনামে লেদার কমপ্লেক্স। বুধবার সকালে লেদার কমপ্লেক্স থানার ভাটিপোতার এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে হামলা চালাল এক দুষ্কৃতী। ধারাল অস্ত্র দিয়ে মালেক মোল্লা নামে ওই ব্যবসায়ীকে কোপানো হয় বলে অভিযোগ। আহত মালেককে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ওই এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ৭টা নাগাদ অভিযুক্ত মালেকের বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকেই তাকে কোপাতে শুরু করে। চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে উদ্ধার করে ওই ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। এই ঘটনার জেরে ওই এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
লেদার কমপ্লেক্সে বাড়িতে আক্রান্ত ব্যবসায়ী
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-12-at-4.23.52-PM.jpeg)