আন্তর্জাতিক শ্রম দিবসে শ্রমিক সমাবেশের ডাক, রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদের

Published By Subrata Halder on 01 May 2025 at 04:21 pm

বঙ্গবার্তা ব্যুরো,
আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা পৃথিবীতেই দিনটি মে দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব জুড়েই এখন শ্রমজীবী মানুষের অবস্থা খারাপ। একদিকে চাকরি সংকোচন, অন্যদিকে নতুন নিয়োগ বন্ধ। ভারত হোক বা রাজ্যের পরিস্থিতি একই রকম। যদিও রাজ্য সরকারের দাবি তাদের সময়ে রাজ্যের শ্রমজীবী মানুষের অবস্থা বদলে গিয়েছে। সেই বদলকে সকলের সামনে তুলে ধরতেই রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদ।
রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের দাবি, বাম জমানার থেকে তাদের সময়ে শ্রমিকদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। তার দাবি বাম আমলে সামাজিক সুরক্ষা নামে এক প্রকল্প ছিল। সেই প্রকল্পের সুযোগ নিতে হলে শ্রমিকদের নিজেদের পকেট থেকে অর্থ দিতে হত। তাদের সরকারের সময়ে সেই প্রকল্প হয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজ না। তার দাবি মমতা বন্দ্যপাধ্যায়ের এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা শ্রমিকদের জন্য এক বৈপ্লবিক পদক্ষেপ।
এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন মে দিবস পালনের একাধিক কর্মসূচি নিয়ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং এবং সমাবেশের আয়োজন করেছে।
এদিকে রাজ্যের বিরোধীদের অভিযোগ তৃণমূল সরকারের আমলে শ্রমিকদের সমস্ত অধিকার ক্ষুন্ন হয়েছে। এই সরকার মুখে বিজেপির নয়া শ্রমবিধি লাগু না করার কথা বলছে, কিন্তু তার বিকল্প কী তা জানাচ্ছে না। রাজ্যের চা এবং পাট শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি পাওয়ার ক্ষেত্রে সরকার কোনও উদ্যোগ নিচ্ছে না। রাজ্যের বিশাল সংখ্যক মানুষ অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে জড়িত। তাদের শ্রমিক বলে স্বীকারই করে না এই সরকার। আশাকর্মী, আইসিডিএসে যারা কাজ করেন তাদের শ্রমিকের পরিচয় না দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করানো হচ্ছে।